নীলফামারীর মাঠে,প্রান্তরে এখন আমন ধানের সবুজের সমারোহ। তবে এখনো আমন চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জেলার সদরসহ ৬ উপজেলায় এবার আমনের চাষ হয়েছে ১ লাখ ১৩ হাজার ২১৭ হেক্টর জমিতে। আর আমন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৮১ মেট্রিক টন। এ তথ্য জানান,নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ( শস্য) মোঃ জাকির হোসেন।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, পথে প্রান্তরে যেন আমনের সবুজের সমারোহ। আমন চাষ নিয়ে চাষিদের কর্ম ব্যস্ততা যেন আরো বেড়েছে।
অনেকে আগাম জাতের আমন চাষ করেছেন। তাদের চারাগুলো এখন অনেকটা বড় হয়েছে। ধানের থোকা গুলো বেশ প্রসারিত হচ্ছে। আবার কেউ কেউ এখনো জমিতে চারা রোপন করছেন। কেউ বা জমি চাষ দিচ্ছেন, আবার কেউ উঁচু জমিতে সেচ দিয়ে আমন চাষ করছেন। মাঝে মাঝে বৃষ্টির পানি আমন চাষীদের আশীর্বাদ হয়ে এসেছে। আর এ সুযোগে চাষীরা প্রায় ৮০ ভাগ জমিতে আমন রোপনের কাজ সম্পন্ন করেছেন।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ( শস্য) মোঃ জাকির হোসেন জানান,, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ২শ ১৭ হেক্টর জমিতে। ইতোমধ্যে জেলায় ৮০ ভাগ আমন ধান রোপন করা হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
সদর উপজেলার টুপামারী গ্রামের কৃষক আফসার আলি জানান, তিনি এবার ৫ বিঘা জমিতে ৫১ জাতের আমন ধান রোপন করেছেন। একই গ্রামের আরেক কৃষক খোকন হোসেন বলেন, তিনি ৩ বিঘা জমিতে আগাম জাতের ধান রোপন করেছেন।
জেলার দুহুলী গ্রামের ময়েজ উদ্দিন জানান ৪ বিঘা জমিতে আগাম জাতের বিনা ধান ৭৫ চাষ করেছেন।
জলঢাকা উপজেলার জহুরুল হক জানান,তিনি ৭ বিঘা জমিতে আমনের চাষ করেছেন। চারা এ পর্যন্ত অনেকটা বড় হয়েছে। ফলন ভাল হবে বলে আশা করছেন।
ডিমলা উপজেলার কৃষক সফিয়ার রহমান ৮ বিঘা জমিতে আমনের চাষ করেছেন। চারা রোপনের পর গাছ বেশ সবল হয়েছে। ফলন ভাল হবে এমন আশা তার।
ডোমার উপজেলার নাজমুল হক জানান, এবার তিনি ৭ বিঘা জমিতে আমন রোপন করেছেন। এখনো ২ বিঘায় লাগাতে পারেননি। পানি সংকটের কারণে জমি পড়ে আছে। তবে আকাশের পানি হলে তাতেও আমন চাষ করবেন।
কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ডোঙ্গা গ্রামের কৃষক হাফিজার রহমান, আলু পাড়ার মতিয়ার রহমান,মুসা গ্রামের সাদেকুল ইসলাম জানান, তারা সকলেই আমন চাষ সম্পন্ন করেছেন।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক ফজলুল হক,বোতলাগাড়ী ইউনিয়নের মাসুদ রানা,বাঙ্গালীপুর ইউনিয়নের মমিনুর রহমান জানান,তাদের সকলের আমন চাষ সম্পন্ন হয়েছে। এখন তারা ক্ষেতের আগাছা পরিস্কার করছেন। জমিতে পানি জমিয়ে রাখছেন।
সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগ জানান, তারা সময় মত কৃষকদের উন্নত জাতের আমন ধানের বীজ, সার প্রণোদনা দিয়েছেন। তাছাড়া কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করছেন। যাতে আমন চাষে কৃষকের কোন ধরনের সমস্যা না হয়।
সৈয়দপুর উপজেলার পোড়ার হাট এলাকার কৃষক জাহাঙ্গীর আলম জানান,তিনি কয়েক বিঘা জমিতে আমন চাষ করেছেন। তবে কীটনাশকের দাম বেশি হওয়ায় অনেকে সময় মত তা প্রয়োগ করতে পারেন না। ফলে ফলন বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।