পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট (আহনাফ সিটিআই)-এ তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে সীমান্ত ঘেঁষা গ্রামের শিক্ষিত তরুন-তরুণীরা স্বাবলম্বি হচ্ছে।
পঞ্চগড়ের তিনদিকে সীমান্তঘেঁষা উপজেলা তেঁতুলিয়ায় ২০০০ সালে একটি মাত্র পিসি দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে। বর্তমানে প্রায় ১০টি ল্যাপটপ ও ১০টি পিসি দিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) শর্ট কোর্স পরিচালনা করে আসছে। এই দীর্ঘ প্রায় ২৪ বছরে সীমান্তঘেঁষা গ্রামের গরীব কৃষকের ছেলে-মেয়েদের ক¤িপউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পল্লী অঞ্চলে তথ্যপ্রযুক্তির বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে। দেশ স্বাধীনের পর তিনদশকেও সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় কম্পিউটারের ব্যবহার শুরু হয়নি। টাইপ মেশিনে অফিসের যাবতীয় কাজকর্ম করা হতো। তখন সর্বপ্রথম পঞ্চগড় জেলা শহরে মো. আজাদ সাহেবের টাইপ, শর্টেন, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মসজিদপাড়ায় বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দক্ষিন পাশে ছিল সান রাইজ কম্পিউটার সেন্টার ছিল। ২০০২- ২০০৩ সালের দিকে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার প্রশিক্ষণ চালু হয়।
আহনাফ সিটিআই এর পরিচালক ২০০০ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ফরহাদ হোসেন উপজেলা পরিষদে পল্লী বিআরডিবি হলরুমে কম্পিউটার প্রশিক্ষণ চালুল জন্য একটি রুম প্রদান করেন। সেখানে দু’টো কম্পিউটার দিয়ে পঞ্চগড় বিসিই-এর পরিচালক বাবুল হোসেনকে নিয়ে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে সর্বপ্রথম ২০০০ সালে কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়। এখানে কম্পিউটার প্রশিক্ষণের জন্য বিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পঞ্চগড় শাখা বিসিই পরিচালক বাবুল হোসেন সপ্তাহে দু’দিন এসে ক্লাস নিতেন। এ ছাড়া বিসিই’র প্রশিক্ষণার্থী মো. দেলোয়ার হোসেন (বর্তমান সহকারি শিক্ষক (কম্পিউটার) কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ) প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ক্লাস নিতেন। এভাবে কম্পিউটার প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা দিনদিন বাড়তে থাকে। কিন্তু এক বছরের মাথায় বিসিই পঞ্চগড় কর্তৃপক্ষ কম্পিউটার প্রশিক্ষনের জন্য পিসিগুলো নিয়ে যান। ফলে কম্পিউটার কোর্সে ভর্তিরত শিক্ষার্থীদের নিয়ে আহনাফ সিটিআই-এর পরিচালক ফের বিপাকে পড়েন। ২০০১ সালে ঘড়ি ব্যবসায়ী এমদাদুল হক ও আনছারী কমার্শিয়াল ইনিস্টিটিউট, কুড়িগ্রাম এর পরিচালক রফিকুল ইসলাম আনছারী সহযোগিতায় রংপুর ওয়াল্ড ভিশন থেকে একটি (পিসি) এনে পুনরায় ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান শুরু করেন। তখন জনসাধারণ কম্পিউটারটিকে টিভিই মনে করেন। তখন প্রতিষ্ঠানটি আনছারী কমার্শিয়াল ইনস্টিটিউট উলিপুর, কুড়িগ্রাম জেলার শাখা হিসেবে ‘‘জেনুইন কম্পিউটার কমপ্লেক্স ট্রেনিং এ- কম্পোজিং সেন্টার’’ নামে পরিচালিত হত। কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি ভাড়া বাসায় থাকার কারণে কযেকটি স্থান পরিবর্তন হয়। ফলে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে শিক্ষার্থী কমে যায়। ২০০৩ সালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন মার্কেটে ঘরভাড়া নিলে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি আলোর মুখ দেখে। এখানে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটি একাধারে কয়েক বছর চালু থাকে। পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ সহায়তা দিলে প্রশিক্ষণ সেন্টারে আরো দু’টি কম্পিউটার যুক্ত করেন। তেঁতুলিয়া উপজেলায় বেকার যুবক ও যুব মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে সাবলম্বি ও কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদান রাখায় কার্যক্রমের জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠানটির পরিচালককে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত করেন। ওই মার্কেটের সংস্কার কাজ শুরু হলে ২০০৭ কম্পিউটার সেন্টারটিকে সোয়াইব মার্কেটে স্থানান্তর করেন। এখানে ১১ বছর থাকার পর মার্কেটের ঘর সংস্কারের কারণে আবারও ভাড়া বাসা ছাড়তে হয়। ২০১৮ সাল থেকে আরমান সুপার মার্কেট তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে কম্পিউটার প্রতিষ্ঠানটি স্থানান্তর করেন। ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শর্টকোর্স পরিচালনার অনুমতি প্রাপ্ত হলে ‘‘জেনুইন কম্পিউটার কমপ্লেক্স’’ নামটি পরিবর্তন করে ‘‘আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট (আহনাফ সিটিআই)’’ নতুন নামে আত্মপ্রকাশ করে। দীর্ঘ কযেক বছরে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে প্রায় ৫ হাজার বেকার ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। এখানে কম্পিউটার প্রশিক্ষণের পর শিক্ষিত বেকারা যুবক ও যুবরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরি করছে।
বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. রহমত আলী বলেন, উপজেলার সর্বপ্রথম কম্পিউটার তথা ডিজিটালের ছোঁয়া আহনাফ সিটিআই এর পরিচালকের হাতে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়। এখানে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আমার মত এলাকার কয়েক শতাধিক শিক্ষিত বেকার যুবক ও নারীদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করছে। তিনি নিজ হাতে হ্যান্ডনোট তৈরি করে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছেন।
তেঁতুলিয়া সরকারি কলেজের লাইব্রেরিয়ান (অব:) মো. শাহাদৎ হোসেন রঞ্জু বলেন, প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষিত কিশোর-কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বিশেষ অগ্রণীভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে সরকারি বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু হলে এলাকার অন্যান্য গরীব কৃষকের ছেলে-মেয়ের প্রশিক্ষণে আগ্রহী হবে।
আহনাফ সিটিআই এর পরিচালক এম এ বাসেত বলেন, কম্পিউটার প্রতিষ্ঠানটি চালু রাখতে অনেকটা রকম চড়াই উৎরাই পেরিয়ে গেছে। দীর্ঘ ২৪ বছর ধরে সীমান্তঘেঁষা গ্রামের শিক্ষিত কিশোর-কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্ম-নির্ভরশীল হিসেবে গড়া তোলার ভূমিকা পালন করছি। সরকারিভাবে আইসিটি কোন প্রজেক্ট অত্র প্রতিষ্ঠানের অধীনে গরীব শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করা হলে প্রত্যন্ত অঞ্চল থেকে স্টমার্ট বাংলাদেশ গড়ার দক্ষ নাগরিক তৈরি হবে।