বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির বলেছেন, গত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিএনপি’র অনেক নেতৃবৃন্দকে গুম করে আয়না ঘরে আটকে রেখে নির্যাতন করেছিল। এ ছাড়া বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকিয়ে রেখেছিল। এখনো বিএনপির অনেক নেতার খোঁজ মিলেনি। তিনি বলেন, পৃথিবীর কোন দেশে কোন মানুষকে গুম করা যাবে না এই আইনে স্বাক্ষর করেছেন বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস। গত শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। এ ছাড়া দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।