সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামে রুবিয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে স্বামী সাদ্দাম হোসেন। নিহত রুবিয়া খাতুন ওই গ্রামের হোসেনের স্ত্রী এবং মানিকখালী গ্রামের বছির সরদারের কন্যা।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের আগে ওই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ২সন্তানের জননী রুবিয়াকে তার স্বামী রমজাননগর গ্রামের ফজলু গাজীর পুত্র সাদ্দাম হোসেন পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে সাদ্দাম হোসেন। এলাকাবাসী এ বিষয়ে থানায় যোগাযোগ করলে পর্যাপ্ত ফোর্সের অভাবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মরদেহ উদ্ধারে কাউকে দেখা যায়নি। মরদেহটি উদ্ধারপূর্বক আইনি সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।