শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০ তম তিরোভাব, শুক্লা দশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে পটুয়াখালীতে ১১ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
শনিবার ভোর রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। বেলা ১১ টায় পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। শ্রীগুরু সংঘ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সঙ্গের সভাপতি অ্যাডভোকেট কমল দত্তের নেতৃত্বে হাজারো ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শুরুহয় নাম কৃর্ত্তন। দেশের নামকরা সব দলসমূহ নামসুধা পরিবেশন করবেন। আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদ গ্রহনের ব্যাবস্থা করেছেন আয়োজকরা।