পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত "রিম গ্রুপ" সাম্প্রতিক সময়ের বন্যার্তদের সেবায় বিশেষ ভূমিকা পালন করছেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে "রিম গ্রুপ" নিজ অবস্থান থেকে বানভাসিদের সেবায় এগিয়ে এসেছেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নাশেরা গ্রামের বাসিন্দা "রিম গ্রুপ" এর সত্বাধিকারী মোঃ ওবায়দুল হক সরকার লিমন। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় শুরু থেকে বন্যা কবলিত এলাকায় তাদের কোম্পানির সদস্যরা যথেষ্ট আন্তরিকতার সাথে ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছেন।
কুমিল্লায় আড়াই হাজার পরিবারের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছেন রিম পরিবার। বন্যার্তদের পাশে কাজ করছে রিম পরিবারের সকল টিম। তাদের ক্ষুদ্র চেষ্টা চলমান বন্যা কবলিত মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে। বিভিন্ন স্থানে বন্যা কবলিত দূর্দশাগ্রস্ত পরিবারের জন্য ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছেন রিম পরিবার। নিজ দায়িত্বে বিপদগ্রস্ত এলাকায় সাহায্য পৌঁছে দিতে তারা ব্যস্ত সময় পার করছেন।
বন্যায় বিপর্যস্ত মানুষের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে "রিম গ্রুপ" তাদের কাজ শুরু করেছে।
ইতিমধ্যে সহায়তা তহবিল গঠনে নিষ্ঠার সাথে কাজ করেছেন।
এব্যাপারে "রিম গ্রুপ" এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক সরকার লিমন বলেন, বন্যা পরিস্থিতির শুরু থেকেই অব্যাহতভাবে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার ও বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রেখেছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় এবং বন্যার্তদের পূণর্বাসনে এ কার্যক্রম চলমান থাকবে। তিনি দেশ, জাতী ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।