কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাসের রোগ মুক্তি কামনায় কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবদুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন,রেজাউল ইসলাম, বাবর আলী সরদার, সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, মকবুল হোসেন মুকুল, আবদুল হালিম অটল, যুবদল নেতা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চিকিৎসাধীন প্রিয় নেতার রোগ মুক্তি কামনা করেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।