পাবনার ভাঙ্গুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পৌরসভার শরৎনগর বাজার চত্বরে গণ অধিকার পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা গণ অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতিক। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফ আলী।