ফেনি, নোয়াখালি, লক্ষ্মীপুরসহ দেশের এগারটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় কাপাসিয়া যুব কিশোর ফুঠবল একাদশ ও টঙ্গীর এ.কে.এম জাহাঙ্গীর স্মৃতি ফুটবল একাদশ।
আয়োজকগণ জানান, সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বেশ কয়েকদিন আগ থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে দর্শকদের ফুটবল খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল। শুক্রবার বিকাল চারটার সময় থেকেই কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন এলাকার দর্শকরা আসতে শুরু করেন। পরে ৪ টা ৪৫ মি. খেলা শুরু হলে মাঠের চারপাশ কানায় কানায় দর্শকে ভরে উঠে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবীরা দর্শকদের কাছে সাহায্যের বক্স নিয়ে হাজির হলে সাধ্যমতো প্রায় সবাই সহযোগিতা করেন। বিপুল উত্তেজনাপূর্ণ এ খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল একটি একটি করে গোল করলে নির্ধারিত সময় পার হয়ে যায়। পরে সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে খেলাটি আর ট্রাইবেকারে না নিয়ে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।