কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর তিন সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে। অথচ দেশের মানুষ এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের নামে একের পর এক মামলা হচ্ছে। যেই মামলায় ৫ আগস্টের আগে আসামি ছিলেন বিএনপি, জামায়াত ও আন্দোলনকারী শিক্ষার্থীরা, সেই মামলায় এখন আসামি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা। সরকার বদলের সঙ্গে সঙ্গে মামলার আসামি বদলের ঘটনা ন্যায়বিচারপ্রার্থী মানুষকে উদ্বিগ্ন করছে। পুলিশের বেশির ভাগ তৎপরতা এখনো সেগুলো নিয়েই। এদিকে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, হামলা, লুটপাট, রাহাজানির মতো গুরুতর অপরাধ কর্মকা- দ্রুত বেড়ে চলেছে। বাড়ছে মাদক কারবারসহ অন্যান্য অবৈধ কর্মকা-। এছাড়াও গত কয়েক দিনে কেবল রাজধানীতেই খুন হয়েছে ১১ জন। সারা দেশেই ঘটছে খুনের ঘটনা। জঙ্গল, জলাভূমিসহ নানা জায়গা থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। সরকার উৎখাত আন্দোলনের সময় পুলিশ বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সারা দেশে চার শতাধিক থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও হতাহত হয়েছেন। এ সময় সুযোগ বুঝে কিছু দুষ্কৃতকারী পুলিশের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। সেসব অস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশই এখনো উদ্ধার করা যায়নি। বর্তমান সময়ে থানায় যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, তাঁরা এখন এসব মামলা নিয়ে ব্যস্ত। মাঠ পর্যায়ে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে, সেদিকে তাঁরা নজর দেওয়ার তেমন সময় পাচ্ছেন না। আবার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া, গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম না থাকার কারণেও পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালনে ভয়ের মধ্যে আছেন। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য মতে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এক হাজার ৮১৪টি অস্ত্র, ৮৭ হাজার ৪০ রাউন্ড গুলি, দুই হাজার ৬৪৭টি টিয়ার শেল এবং ২৯২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ফেরত দেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়ও অতিক্রান্ত হয়েছে। সেসব অস্ত্রের অপপ্রয়োগ হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে অবিলম্বে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করা প্রয়োজন। যেকোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষে-মানুষে সব বিভেদ ও সংকীর্ণতা চিরতরে দূর করতে হবে। সত্য, ন্যায় ও শুভ শক্তির জয় হোক। নিশ্চিত হোক সব মানুষের সমান অধিকার। গড়ে উঠুক বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির সমৃদ্ধ বাংলাদেশ-এটাই আমাদের প্রত্যাশা।