কয়রা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড ( বিআরডিবি) এর ২০২৪ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হরষিত রায় বিষয়টি নিশ্চিত করেছে। তফসিল সুত্রে জানা গেছে উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ১ জন সভাপতি, ১ সহ-সভাপতি ও ৬ ব্লকে ৬ জন পরিচালক। মোট ৮ জন সদস্য নির্বাচিত হবেন। আগামী ২ অক্টোবর বিআরডিবির হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে মনোনয়ন পত্র বিতরন করা হবে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর। এ ছাড়া ৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন সমবায় অফিসের সহকারি পরিদর্শক দীপন জোদ্দার ও বিআরডিবির জুনিয়র অফিসার শিউলি মন্ডল। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিআরডিবির সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।