সেনবাগে নতুন করে না বৃষ্ঠিপাত না হওয়ায় বন্যার পানি নামতে শুরু করেছে। এতে সেনবাগ পৌরসভা সহ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এতে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষরা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু দক্ষিনঞ্চলে নবীপুর, বীজবাগ, মোহাম্মদপুর, কাবিলাপুর ও উত্তরঞ্চলে অজুনতলা,ডমুরুয়া,ডমুরুয়া,কেশারপাড় ও ছাতারপাইয়ার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ওই এলাকার এখনা বাড়িরঘর ডুবে থাকায় সিমাহীন দুর্ভোগ রয়েছে বন্যা দুর্গতরা। এখানো প্রত্যান্ত গ্রাম পর্যন্ত ত্রাণগুলো না পৌছায় এতে করে গ্রামের মানুষরা চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।পানি নামতে শুরু হওয়া সড়কগুলো ক্ষত চিহৃ ফুটে ওঠতে শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসা মোঃ জিসান বিন মাজেদা জানান, সেনবাগে সরকারি ভাবে ১৭৮টি ও বেসরকারি ভাবে ৫৫টি আশ্রায় কেন্দ্রে ৬০ থেকে ৬৫ হাজার বন্যার্ত মানুষ আশ্রায় নিয়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১৫ মেট্রকিটন চাউল ও১৪০ মেট্রিকটন শুকনো খাবার বরাদ্দ নেওয়া হয়েছে।