ভোলার দৌলতখান প্রেস ক্লাবে নবগঠিত দ্বি -বার্ষিক কমিটির এক অনুষ্ঠানে দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক ও প্রেস ক্লাবের উপদেষ্টা আকবর হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সভাপতি জাকির আলমের সভাপতিত্বে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র - জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ। পরে ক্লাবের সভাপতি মানবজমিন প্রতিনিধি জাকির আলম, সাধারণ সম্পাদক ইনকিলাব প্রতিনিধি মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক আবু বকর জুলু অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আকবর হোসেনের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফএনএস প্রতিনিধি এম এ খায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত আকবর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শম ফারুক, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক, যুবদলের আবায়ক মশিউর রহমান লিটন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অশিত রঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতখান পৌরসভা প্রশাসক মো. আলী সুজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরপাতা ইউপির সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি আবুল বশির মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলী আজম পলিন, সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ। সঞ্চালনায় ছিলেন, প্রেস ক্লাব এর যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম জহির।