বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। একই উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আওয়ামী লীগের হামলায় ৩ জন আহত হয়েছে। আহত দেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পৃথকভাবে মামলার প্রস্তুতি চলছে বরৈ জানাগেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও বারপাইকা গ্রামের নিপুল কীর্ত্তনিয়া বারপাইকা বাজার থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক ফিরোজ শাহ’র সাথে পূর্ব বিরোধ নিয়ে ঝগড়া হয়। পরে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে খবর ছড়িয়ে পরলে ওই রাতেই হামলা-সংঘর্ষে নিহার কীর্ত্তনিয়া, আশীষ বৈদ্য, বিজন বিশ্বাস ও জয় বিশ্বাস গুরুতর আহত হয়। এ ঘটনায় নিপুল কীর্ত্তনিয়ার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক ফিরোজ শাহ বলেন, পূর্বের একটি বিরোধ নিয়ে বাকবিতন্ডার একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটেছে।
অন্যদিকে শুক্রবার একই উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আলী হোসেন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী ত্রিমুখী বাজারে যাওয়ার পথে একই এলাকার মোজাম্মেল মৃধার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল মৃধার সাথে বাকবিতন্ডা হয়।
আহত সুমন চৌধুরী জানান, বাজারে ব্রিজের কাজ চলছে। সেখানে ঠিকাদারের ইট, বালু ও পাথর রয়েছে। আওয়ামী লীগের সরকার পতনের পরে আওয়ামী সমর্থিত ঠিকাদার তার কাজ বন্ধ রাখে। ওই ঠিকাদারের কোন মালামাল যাতে চুরি না হয় সে বিষয়ে একজনের সাথে আলাপ করছিলাম। তখন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল মৃধা সেই ঘটনা শুনে বিনা কারনেই তার ভাই কামাল মৃধা, কালাচাঁদ মৃধা ও রিপন মৃধা মিলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার সাথে থাকা আমার মা শাহনুর বেগম ও সজিব হাওলাদার নামে এক ব্যক্তি আমাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে আহত করে।
এসময় স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, আমরা লিখিত পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়াহবে।