কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। “মানবজাতির কল্যাণেএগিয়ে আসি সেবাদানে” এই স্লোগানে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় নাগেশ্বরী সরকারি কলেজ অডিটরিয়ামে স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনাসভা ও পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সংস্কৃতিক ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্জ। নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হলিকেয়ার ক্লিনিক এ- ডায়াগনোস্টিক এর পরিচালক বখতিয়ার রহমান, ব্লাড ব্যাংকের নব নির্বাচিত সভাপতি রাশেদ আহমেদ, সদস্য আসিফ মাহমুদ, ইসমাইল হোসেন ছোটন, আলমগীর হোসেন প্রমুখ।