কচুয়ায় হাজেরা খাতুন হেলথ কেয়ারে আধুনিক ডেন্টাল ইউনিট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট সকাল ১১ টায় কচুয়া উপজেলা হাজেরা খাতুন হেলথ কেয়ার লিঃ এর নিজস্ব হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত উপসচিব জনাব স্বপন কুমার মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বেলফার হোসেন, অত্র প্রতিষ্ঠানের এমডি রাকিব হাসান, ডাঃ ফাতিন হাসনাত রুপম।এছারা উপস্থিত ছিলেন ব্যাবসায়ী ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক সিকদার মইনুল ইসলাম ,রাহাতুল ইসলাম শাকিল, মোঃ জাহিদুল ইসলাম, বাবু প্রতাপ চন্দ্র রায়, সাংবাদিক শেখ রাকিবুল হাসান,তরিকুল ইসলাম তারেক,খান সুমন,হাজেরা খাতুন হেলথ কেয়ার এর ম্যানেজার মোঃ শাহিন হোসেন সহ কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে ডেন্টাল ইউনিট এর চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করবে ডাঃ ফাতিন হাসনাত রুপম।বি.ডি.এস (ডি.ইউ)(সাপ্পোরা ডেন্টাল কলেজ)ওরাল এ- ডেন্টাল সার্জন।