মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের ছত্র ছায়ায় থেকে জোরপূর্বক জমি দখল, অসহায় মানুষদের দমন নিপীড়ন, প্রশাসনের সাহায্যে নিরিহ মানুষদের হয়রানী ও ভূমিদস্যুতার প্রতিবাদে মাসুম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মালপদিয়া মরন মার্কেটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এতে অংশনেয় ঐ এলাকার তিন শতাধিক নারী-পুরুষ।
এসময় ভুক্তভোগীরা বলেন, ভূমিদস্যু ও জমি দখলবাজ মাসুম মির্জা জাল দলিল তৈরি করে তার ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে বাড়িঘর ভাঙচুর করে মুহুর্তের মধ্যে দখলে নিয়ে নেন।
এলাকায় তার অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে এ মাসুম।
এছাড়া কেউ বিদেশে থেকে গ্রামে আসলে তার কাছে বিভিন্ন বিষয়ে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে তাদেরও মামলা দিয়ে হয়রানির করে।
মাসুম আওয়ামী লীগের ছত্র ছায়ায় জোরপূর্বক জমি দখল, অসহায় মানুষদের দমন নিপীড়নসহ পুলিশ প্রশাসনের সাহায্যে নিরিহ মানুষদের হয়রানী করেছে। তাই আমরা চরিত্রহীন লম্পট মাসুমের বিচার ও শান্তির দাবি জানাই।
মালপদিয়া জান্নাতুল বাকী জামে মসজিদের সাধারণ সম্পাদক আলী আকবর শেখের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আমজাদ হোসেন, আক্কাস আলী, মিন্টু শেখ, আহমদ আলী, মোশারফ হোসেন, সোহেল আহমেদ, একাব্বর, জাহাঙ্গীর, আবদুর রব, ইদ্রিস আলী, রুহুল আমিন, পারভিন বেগম, শাহনাজ বেগম, নাদিম শেখ প্রমুখ।
এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।