মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্র থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মাছবাজারের পাশে পরিত্যক্ত একটি টিনের দোকানঘর থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম সোহরাব বেপারী (৫৫)। সে পাশ্বর্বতী মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত মোসলেম বেপারীর ছেলে। তিনি চায়না অস্থায়ী প্রজেক্ট এলাকায় রাস্তার পাশে ভাসমান অবস্থায় বসবাস করতো বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
দুপুরে পদ্মা সেতু উত্তর থানার এসআই মিরাজ জানান, পুনর্বাসন কেন্দ্রের বসবাসকারীদের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গিয়ে সোহরাব বেপারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কেন অভিযোগ না থাকায় মৃত ব্যক্তির বড় মেয়ে শারমীনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।