বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল পৌর শাখার মরহুম আহ্বায়ক আলিমুল ইসলাম এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পৌরযুবদলের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মরহমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে পৌরযুবদলের মরহুম আহ্বায়ক আলিমুল ইসলাম এর কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিরল পৌরযুবদলের যুগ্মআহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম কাউন্সিলর, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক সেলিম রেজা, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বাবু, ১০ নং রাণীপুকুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা তাঁতীদলের সদস্য মাসুদ, সিদ্দিকুর রহমান, মাজেদুর রহমান প্রমূখ। পরে নেতৃবৃন্দ মরহুমের মোখলেশপুর গ্রামের জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন এবং মুসল্লীবৃন্দের সাথে অংশগ্রহণ করে দোয়া মাহফিলে মরহুম আহ্বায়ক আলিমুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা পরিবারবর্গসহ দেশবাসীর উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করেন।