জোড়া খুনের মামলার আসামি জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন মল্লিক ও সদস্য সচিব হুমায়ুন খানের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুরে জানা গেছে, সংগঠন পরিপন্থি ও শৃংখলা ভঙ্গের দায়ে সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারকে তাকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, সাতলা বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস হাওলাদার এবং তার ভাই সাগর হাওলাদারের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার। গত ২৪ আগস্ট দিবাগত রাত ১০টার দিকে ইদ্রিস ও তার ভাই সাগরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ইলিয়াস হাওলাদার এজাহারের দুই নম্বর আসামি।