ছয় বছরের শিশুর সামনে বসেই তার বাবাসহ সাতজনকে মারধর করে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে ওই শিশুটি অনেকটা নিশ্চুপ হয়ে গেছেন। হামলায় গুরুত্বর আহত হিন্দু সম্প্রদায়ের ওই সাতজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের বারপাইকা এলাকার করিম বাজারে। শুক্রবার সকালে হামলায় আহতরা জানিয়েছেন, ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর হিন্দু অধ্যুষিত বারপাইকা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা পাহাড়ার ব্যবস্থা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার কথিত বিএনপি সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে করিম বাজার এলাকায় বসে ছয় বছরের শিশু নিয়ে ঘুরতে আসা নিহার রঞ্জনের (৩৫) ওপর হামলা চালায়। একইসময় হামলাকারীরা বারপাইকা এলাকার বিজন বিশ্বাস (২৪), জয় বিশ্বাস (২১), আশীষ বৈদ্য (৩২), বিপুল বিশ্বাস (২৮), তনু বিশ্বাস (২১) ও চন্দন বিশ্বাসকে (২০) মারধর করে রক্তাক্ত জখম করে। ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।