বিরোধপূর্ণ জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর হাতে শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং তার স্কুল শিক্ষক ভাই। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে।
শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রেহানা বেগম অভিযোগ করেন, তাদের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন থেকে জবরদখলের চেষ্টা করে আসছিলেন পাশ্ববর্তী সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সান্টু ও তার স্কুল শিক্ষক ভাই আশরাফ মাহমুদ হিরু। এনিয়ে তাদের সাথে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলে আসছে। তিনি আরও অভিযোগ করেন, বুধবার সকালে জমির ওয়ারিশ জালাল হাওলাদার কৃষান নিয়ে জমিতে চাষাবাদ করতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও তার স্কুল শিক্ষক ভাই মারধর করে। পরে তারা ওই জমি দখল করতে যায়। খবর পেয়ে গ্রামবাসী একত্র হয়ে হামলাকারী দুই ভাইকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন।
রেহানা বেগম আরও বলেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সান্টু বিগতদিনে তার এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা আত্মীয়র প্রভাব বিস্তার করে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছিলো। এখনও তিনি প্রভাব বিস্তারের জন্য নানা তৎপরতা শুরু করেছে।
এ ব্যাপারে জাকির হোসেন সান্টু বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তি জালাল হাওলাদার গংরা দখল করে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।