খুলনার দিঘলিয়া ও ফুলতলা থানায় বিএনপির দুই নেতার পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ফুলতলা থানায় সবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার চার চাচাতো ভাইসহ ৮৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার বাদী খুলনা জেলা বিএনপি নেতা এস এম মনিরুল হাসান বাপ্পী।
এ মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালের ২২ অক্টোবর সকাল ৯ টায় ফুলতলা বিএনপির নেতাকর্মীরা খুলনা ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে সমাবেশে যোগদানের জন্য স্থল পথে রওনা হলে উল্লিখিত আসমীরা বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে এবং তাদের অনেক নেতা কর্মীদের আহত করে। এ সময় তারা ফুলতলা শিকিরহাট হয়ে নদী পথে ১০টি ট্রলারে করে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দিলে উল্লিখিত আসামিরা আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে ট্রলারে হামলা করে এবং অনেক নেতা কর্মীদের পিটিয়ে আহত করে। অনেক নেতা-কর্মীদের, রান্না করা খাবারের ডেকসহ মালামাল নদীতে ফেলে দেয়। সাজ্জাদ নামে বিএনপির একজন কর্মী চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে উল্লিখিত আসামীদের হামলা ও চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
অপর দিকে বিএনপি কর্মী খায়রুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলা ৮৩ নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বিবরণে জানা যায় গত ২০২২ সালের ২৩ আগস্ট সেনহাটি পুটিমারী বটতলা এলাকায় বিএনপির দলীয় কর্মসূচি পালন কালে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্র, গোলাবারুদ ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে এবং নেতা-কর্মীদের গুরুতর আহত করে।