কয়রা উপজেলার ৪ নং ও ৫নং কয়রা আইলা সমাজ কল্যাণ যুব সংঘের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধা ৭ টায় ৪নং কয়রা লঞ্চঘাট বাজারে এই নতুন কার্যালয়ে উদ্বোধন করা হয়। আইলা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি নুরুজ্জামান খোকার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল। প্রধান বক্তা ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ,কয়রা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এফ এম মোহররম হোসেন। ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আয়ুব আলীর পরিচালনা এতে আরও বক্তব্য রাখেন য্বুদল নেতা হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা এম এ করিম, ছাত্রদল নেতা আলমগীর হোসেন,আইলা সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি রজব আলী শেখ, সংঘের আজহারুল ইসলাম,খলিল সরদার, আছাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।