সরকার পতনের হাওয়ায় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। পদত্যাগ করেছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ চন্ডিকা হাথুরুসিংহেকে রাখার পক্ষে ছিলেন না আগে থেকেই। সভাপতি হয়েও সেরকম আভাসই দিয়েছিলেন সংবাদ সম্মেলনে। বর্তমানে পাকিস্তান সিরিজে দলের সাথে থাকা হাথুরুও নিজের চাকরি নিয়ে অনিশ্চয়তার বিষয়টি বুঝতে পারছেন। এবার সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন প্রধান কোচ। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’ এ ছাড়া কোচিং স্টাফের পাকিস্তানি সদস্য মুশতাক আহমেদকে আবারও প্রশংসায় ভাসিয়েছেন হাথুরু। স্থানীয় ব্যাপারে মুশতাকের জ্ঞান দলের কাজে দিচ্ছে বলে মত প্রধান কোচের। হাথুরুসিংহে বলেছেন, ‘আমি বলেছিলাম মুশতাকের বেশ ভালো রকমের অভিজ্ঞতা আছে। এখানের স্থানীয় অনেক ব্যাপারে তার বেশ জ্ঞান রয়েছে। এসব ব্যাপারে সে ভালো সাহায্য করছে আমাদের।’ আজ রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।