নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর বিলীন হয়ে যাওয়ায় বামনী ও ছোট ফেনী নদীতে বুধবার রাতে প্রবল জোয়ারে উপকূলীয় অঞ্চলের ৮টি ইউনিয়নের ৭২টি গ্রাম প্লাবিত। এতে মৎস খামার, পোল্ট্রি খামার, গরুর খামার ভেসে গেছে। খামারীদের প্রায় ৫শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। খামার এলাকাগুলো হলো- চরফকিরা ইউনিয়নের ১৬ নম্বর রাজা মিয়া ইগ্রো কমপ্লেক্সর চেয়ারম্যান হাজী মোঃ মফিজুল ইসলাম জানান, প্রবল জোয়ারে ও এবারের বন্যার সময় আমাদের প্রায় ১শত কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। প্লাবিত এলাকাগুলো হলো- দক্ষিণ চরফকিরা, চরএলাহী, চরবালুয়া, গুচ্ছগ্রাম, চর ওমেদ, চর রমজান, দক্ষিণ চরএলাহী, চর মওদুদ, চর গাজী মিজান।
অপরদিকে বসুরহাট পৌরসভার শংকর বকশি খাল ও মাসুয়াধনা খাল দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না করায় পৌরসভার বসুরহাট খাদ্য গুদাম ও গুদামের ভারপ্রাপ্ত কর্মতর্কার কার্যালয়সহ ৯টি ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলা উদ্দিন মুন্সি জানান, খাদ্য গুদাম এলাকায় পানি বাড়তে থাকলে হাজার হাজার মেট্রিকটন চাল ও গম নষ্ট হয়ে যাবে। অন্যদিকে মৎস ও গরুর খামারের মালিকেরা দক্ষিণাঞ্চলের ছোট ফেনী নদী এলাকার বেড়ি বাঁধে বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন করেছে। তাদের বক্তব্য হলো- ছোট ফেনী নদীর মুছাপুর রেগুলেটর যদি পুনরায় ব্রিজ না করা হয়, তাহলে আমরা প্রতি বছরে হাজার হাজার কোটি টাকার মৎস, পোল্ট্রি ও গরুর হারাতে থাকব এবং এর প্রভাব সারাদেশে পড়বে। ওদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪৮টি আশ্রয়কেন্দ্রে প্রতিদিন খাদ্য সমাগ্রী বিতরণ করছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। সরকারীভাবে সাড়ে ৪লক্ষ টাকা ও ১১২টন চাউল পেয়েছেন বলে জানিয়েছেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন পাটওয়ারী জানান, আমি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ৪৮টি আশ্রয়নে নিয়মিত খাদ্য সমাগ্রী সরবরাহ করছি।