কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে কৃষি বিষয়ক কার্যক্রম ত্বরাণি¦ত করায় কৃষি তথ্য সার্ভিসের মূল্যায়নে পাবনা জেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা হওয়ার গৌরব অর্জন করেছেন সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। বিশেষ করে ১৪৩০বঙ্গাব্দে কৃষি তথ্য সার্ভিস সম্পাদিত কৃষিকথা ম্যাগাজিনের সর্বাধিক ৫৯২জন গ্রাহক সংগ্রহ এবং কৃষি তথ্যসেবা তৃণমূল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে সহযোগিতা করায় তাকে জেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তার স্বীকৃতি দেওয়া হয়। এ উপলক্ষে গত ১৯ আগস্ট কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে পাবনা খামার বাড়িস্থ প্রশিক্ষণ কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামকে সম্মাননা স্মারক ও থ্যাংকস লেটার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ মোঃ মোজদার হোসেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ও কৃষি তথ্য সার্ভিস পাবনা অঞ্চলের সহকারী তথ্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ খালেদীন আনাম।