নোয়াখালীর সেনবাগে আশ্রয় কেন্দ্রে মমতাজ বেগম নামের এক গৃহবধুর একটি কন্যা সন্তানের জম্ম দিয়েছে। ওই ঘটনাটি মঙ্গলবার দিবাগত বুধবার ভোরে উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। গৃহবধু মমতাজ বেগম উপজেলার ৩ নং ডুমুরুয়া ইউনিয়নের সাত বাড়িয়া জাকেরের নতুন বাড়ির রবিন হোসেনের স্ত্রী।
গত ১৫ দিনের অভ্যাহত ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে বাড়িঘর ডুবে যাওয়ায় সন্তান সম্বভা মমতাজ বেগম কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ওঠে। এরপর বুধবার ভোরে তার প্রসব বেদনা ওঠলে আশ্রয় কেন্দ্রেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
খবর পেয়ে বুধবার দুপুরে কাদরা ইউনিয়ন জামাতের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের পরিবারের হাতে পোশাক, কম্বল, মশারি, মিষ্টি সহ উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী শহর জামাতের নেতা মাওলানা দ্বীন মোহাম্মদ, কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামি সেক্রেটারি আবু শাকের মিয়াজী, স্থানীয় শফিকুল আলম শিপন, প্রবাসী তোফাজ্জল হোসেন রিয়াদ সহ স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।