আমি রাজনৈতিক নেতা হতে আসিনি, আমি এসেছি এই ক্লান্তিকালে আপনাদের পাশে দাঁড়নোর জন্য। আমি আবার পড়ালেখা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব। বুধবার রাতে সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশিল সমাজ ও সাংবাদিকের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও বন্যা দুর্গত নোয়াখালীর সমন্বয়ক হাফিজুর রহমান এসব কথা বলন।
তিনি আরো বলেন সেনবাগে স্বরণকালের বন্যায় প্রায় তিন লাখ মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে তাদের সাহায্য সহযোগী করার সকলের দায়ীত্ব। সকলকে ত্রাণের সুমবন্টনে নির্বাহী অফিসারকে সহযোগীতা করার আহবান জানান।
তিনি আরো বলেন দেশের বিভিন্ন এলাকা থেকে বেসরকারি ভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেনবাগের বন্যা দুর্গতদের সাহায্যে নিয়ে সেনবাগে আসছে। কিন্তু অভিযোগ ওঠেছে কেউ কেউ ওই ত্রাণের ট্রাকগুলো নিজেদের দখলে নিয়ে নিজেদের ব্যানারে বিলি করার চেষ্ঠা করা হচ্ছে। এটা ঠিক না।এসব করলে ত্রাণ দাতারা সেনবাগে ত্রাণ বিতরণ না করে অন্যস্থানে নিয়ে যাবে এতে ক্ষতিগ্রস্থ হবে সেনবাগের লোকজন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন দেশের এই দুর্যোগময় সময়ে আপনারা অতিরিক্ত মুনাফা করার জন্য বেশী দামে পন্য বিক্রি বন্ধ করুন। অন্যথায় মোবাইল কোটের মাধ্যমে এখন আর জরিমানা নয় সরাসরি দোকান সিলগালা করে দেওয়া হবে বলে হুশিয়াী উচ্ছারণ করেন।
এছাড়াও তিনি মসজিদের ইমাম, স্কুল শিক্ষক রাজনেতিক নেতা ও সংবাদিকদের সমন্বয়ে দ্রুত সময়ে কমিটি গঠন করে সেনাবাহিনীকে লিষ্ট দিলে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানান।
বুধবার রাতে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তামীম ফরায়েজী, সাজিদ রহমান, রফিকুল ইসলাম, খালিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিএনপি, জামায়াত,সাংবাদিক,ব্যবসায়ী ও সুশিল সমাজের লোকজন।