গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা কিশামত হলদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আবেদের নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যে করা ভেলকিবাজি নিয়ে উত্তাল এলাকাবাসীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আন্দোলনের চতুর্থ দিনে বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাঠে ও রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ক রাশেদুজ্জামান আশিক বলেন, রাতের আঁধারে কারিগরি সেকশন খুলে শিক্ষক ও চতুর্থ শেণির কর্মচারী মিলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের নামে ১১ জনকে নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় প্রধান শিক্ষক। কিন্তু কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রতিষ্ঠানটিতে। এ ছাড়া তিনি স্বেচ্ছাচারিতা, দুর্নীতির আশ্রয় নিয়ে দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করে আসছেন। তাই আমরা অনতিবিলম্বে তার পদত্যাগসহ সকল অনিয়ম দুর্নীতির তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।