টাঙ্গাইলের দেলদুয়ারে নানা অপকর্মে জড়িত বিতর্কিত সেই প্রধান শিক্ষক অবশেষে পদত্যাগ করেছন। তার নাম দীনবন্ধু প্রামাণিক ওরফে দ্বীন ইসলাম। তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষা সেবা দেয়ার বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা কামানোর মেশিন বানিয়ে ছিলেন। নানা উপায়ে তিনি অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারি নির্দেশের তোয়াক্কা না করে নিজের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, দুর্নীতি, অনিয়ম, হিসাবে গড়মিল, অসাধাচরণ, স্কুলের অনুপস্থিত, বিদ্যালয় পুকুরের খনন করা মাটি বিক্রি করে টাকা আত্মসাৎ ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন। তার বিরুদ্ধে ইতঃপূর্বে নানা আন্দোলন হলেও টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় তিনি বারবার পার পেয়েছেন। স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মনযোগ না দিয়ে বরং তিনি নিজের ব্যক্তিগত কর্মকাণ্ডে সময় পার করতেন। বিভিন্ন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেন। নিজের অপকের্মর বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে সাহস না পায় এজন্য তিনি কৌশলে গোপালপুর-ভুঞাপর-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করেছিলেন। এ ছাড়া একজন মুসলিম নারিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করার অভিযোগে ইতঃপূর্বে তার বিরুদ্ধে গনমাধ্যমে খবর বের হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও দলীয় খুটির জোরে পার পেয়ে যান তিনি। ওই সময় তিনি ছদ্মনাম দ্বীন ইসলাম ধারণ করেছিলেন।
গত ১৮ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ দ্বীনবন্ধু প্রামানিকের অপসারনের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা প্রশাসন সেখানে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাসে বিক্ষোব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন। সেই প্রেক্ষিতে প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরে পদত্যাগপত্র প্রেরণ করেন। কিন্তু ওই পদত্যাগ পত্রে তিনি তারিখ দেখান ১৪ আগস্ট।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, পাথরাইল বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীনবন্ধু প্রামানিকের এক খানা পদত্যাগপত্র পেয়েছি। সেখানে তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ আগস্ট।