নাটোরের বড়াইগ্রামে পৌর বিএনপি ও যুবদলের কার্যালয় ভাংচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মৌখাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবিতে এবং এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। মৌখাড়া বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মজিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিুজল হক বকুল ও যুবদল নেতা আবদুল খালেক বক্তব্য রাখেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, তিনি এই অফিসের পাশে দোকানেই ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে ভাংচুরের শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরে দোকান থেকে বের হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল করিম পিন্টুসহ ২৫-৩০ জন অফিসের ঢুকে ভাংচুর করতে দেখতে পান। পরে তারা অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়।
তবে অভিযুক্ত রবিউল করিম পিন্টু বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের নেতাকর্মীরাতো কেউ এলাকাতেই নাই। বিনা কারণে আমাদেরকে দোষারোপ করছেন তারা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।