বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারধর করার ৬দিন পর বিরোধী পক্ষ সড়ক দুর্ঘটনায় আহত হলে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি ও চাঁদাবাজির অভিযোগ দিয়ে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন। বৃহস্পতিবার তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভূক্তভোগী আবদুর রব এর কন্যা রাবেয়া বেগম।
লিখিত অভিযোগে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী এলাকার মোস্তফা, হাবিব হাওলাদার, আঃ রহিম, আবু ছালেহ, আলতাফ হোসেন ও সাইদুর রহমান মিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গত ৬ আগস্ট ভূক্তভোগী আবদুর রবকে বেধরক মারধর ও গুরুতর আহত করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ১৮ আগস্ট আদালতে মামলা করা হয়েছে। অন্যদিকে ১২ আগস্ট আসামি সাইদুর রহমান তালতলী থেকে বাড়ী আসার সময় পথিমধ্যে নিওপাড়া বাজার সড়কে নিজ মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে উপজেলার নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে চিকিতসা নেন। পরে ওই আহতকে মারামারি দেখিয়ে আবদুর রব গংদের বিরুদ্ধে গত ২১ আগস্ট বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন। ভূক্তভোগী আবদুর রব এর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচারের আবেদন জানান।