মাছের অভাব পূরণ তথা মৎস্য সম্পদে বৈপ্ল¬বিক পরিবর্তন আনার লক্ষে পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিল এবং উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার ৫টি পয়েন্টে ৪‘শ ৬৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ আনুষ্ঠানিকভাবে প্রথমে উপজেলা পরিষদের পুকুরে এবং পরে গাজনার বিলের খয়রান ব্রিজ পয়েন্টে ওই মাছ অবমুক্ত করেন। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং রাজস্ব খাতের অর্থায়নে ওই মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও আহমেদপুর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ।