গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা এবং ইউপি সদস্য খন্দকার আলীনেওয়াজ মঞ্জুর বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনুপস্থিতির অভিযোগে এলাকার ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকার ফলে এলাকার সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর থেকে ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত রয়েছে। প্রতিদিন সাধারণ মানুষ পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। তারা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ সহ নানাবিধ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এব্যাপারে কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বলেন, পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা এবং মেম্বারদের বিরুদ্ধে দূর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। তাছাড়া দীর্ঘদিন যাবত পরিষদে সবাই অনুপস্থিত থাকার ফলে সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা পরিচিত জনদের টাকার বিনিময়ে দরিদ্র ভাতা, বিজিবি, ভিজিএফ সহ অন্যায় ভাবে বিভিন্ন সুবিধা দিয়েছে। অনতিবিলম্বে পরিষদে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ দেয়ার জোর দাবি জানান তিনি।
বিক্ষোভকারীরা চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শ্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।