কাহারোলে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের আগস্ট/২৪ মাসে মাসিক সাধারণ সমন্বয় সভা বৃহস্পতিবার (২৯ আগস্ট’২৪) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাসিক সাধারণ সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এ,এম,এ জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, তারগাঁও ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান সরকার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন) সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম সর্ম্পকে সভার সভাপতিকে অবহিত করেন এবং সভাপতির সার্বিক সহযোগিতার কামনা করেন কর্মকর্তারা।