সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাঝে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই অবৈধ সরকারের অবৈধ জনপ্রতিনিধি ও লুটেরাদের কোন পরিষদে স্থান নেই। দ্রুতই ইউপি চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিতে হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠে মুক্ত মঞ্চে স্থানীয় বিএনপি আয়োজিত উপজেলার ইউনিয়ন পরিষদের আ.লীগের চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে সিংড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক ইটালী ইউপি চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, নাটোর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ।