দেশের চলমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন পানিবন্দী হয়ে ঘরবাড়ি কিংবা আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে তখন তাদের পাশে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ ও তার পরিবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। কাউন্সিলর জানান,তিনি ও তার ভাই ব্যবসায়ী আকবর হোসেন বাবর সহ পরিবারের লোক জন অর্থনৈতিকভাবে বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন ৭টি আশ্রয় কেন্দ্রে দুই হাজারের অধিক লোকের খাবারে ব্যবস্থা করা হয়। যা এলাকার স্বেচ্ছাসেবক নিজস্ব পরিবহন দিয়ে পৌঁছানো হয় বলে তিনি জানান। চারদিকে পানি থাকায় রান্না করা হয় চৌমুহনীতে মুন কমিউনিটি সেন্টারে। এই কাজকে ত্বরান্বিত করতে কমিউনিটি সেন্টারের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ আবু তাহের সহযোগিতা করছেন বলে কাউন্সিলর জানান। তিনি বন্যা দুর্গতদের পাশে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের উদাত্ত আহ্বান জানান।