ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার,থানার অফিসার্স ইনর্চাজ(ওসি) মো: নুরে আলম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আশরাফ আলী,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আবদুল হক,অধ্যক্ষ মো ইলিয়াস মিয়া,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া,ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক,চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূইয়া,হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মো: আজহারুল হক,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: কবির হোসেন, প্রধান শিক্ষক মো: আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,জামায়াতের ইসলামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত) অনাথবন্ধু দাসসহ আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া,চুরি-ডাকাতি বন্ধসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ হয়।