রাজশাহীসহ দেশব্যাপী মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুথানের পর একটি নতুন দেশ বিনির্মাণে যখন বর্তমান সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তখন একটি গোষ্টি সরকারকে বিতর্কিত করতেই সাংবাদিকদের নামে মামলাসহ নানাভাবে হয়রানি করে যাচ্ছে। এটি স্বাধীন সাংবাকিতার জন্য হুমকি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই একের পর এক মামলা দেওয়া হচ্ছে। এভাবে কোনো দেশ এগিয়ে পারে না। এর জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দ্রুত এসব মামলা প্রত্যাহারে সরকারকে এগিয়ে আসতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘রাজশাহীর গণমাধ্যকর্মীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। কিন্তু এখানেও হয়রানির জন্য ১৪ জন সাংবাদিকের নামে মামলা দায়ের করা হয়েছে।এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার হস্তক্ষেপ করার চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত সাংবাদিকদের নামে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’
বক্তারা আরও বলেন, ‘একটি চক্র সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করতে উৎসাহ যোগাচ্ছে। এই গোষ্ঠিকে রুখতে সকল রাজনৈতিক দলের নেতাদেরকেই এগিয়ে আসতে হবে। এ ছাড়া দেশে আরও বিশৃঙ্খলা তৈরী করবে এই চক্রটি।’
মানববন্ধন থেকে রাজশাহীর সাংবাদিক রাশেদ রিপন, রফিকুল ইসলাম, রোজিনা সুলতানা ও আসগর আলী সাগরের বিরুদ্ধে মামলা করা বিএনপি নেতাকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা। তা না হলে কলমের মাধ্যমে তাঁর ‘প্রকৃত চেহারা’ উন্মোচন করার ঘোষণা দেন তারা। পাশাপাশি জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন এবং বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়িতে হামলার নিন্দা জানানো হয়।নুরুজ্জামানকে যে দুটি মামলায় জড়ানো হয়েছে তা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়। এ ছাড়া বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রউফ এবং মাহমুদুল হাসান নয়নসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদ শফি উদ্দিন, বিএফইউজের যুগ্ম-মহাসচিব রাশেদ রিপন, জ্যেষ্ঠ সাংবাদিক তৈবুর রহমান, শিবলী নোমান, তানজিমুল হক, বদরুল হাসান লিটন, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান রকি, সৌরভ হাবিব প্রমুখ।