বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে 'বৈষম্য বিরোধী, গণতান্ত্রিক রাস্ট্র নির্মাণে যুব সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন শিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অংশ করেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুস সালেহীন, বিশিষ্ট চিত্রশিল্পী লুৎফর রহমান আরজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাকী হাসান বাপ্পী প্রমূখ। সভা পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এইচ এম ইয়াসিনুল আরাফাত।
বক্তারা সম্প্রতি সংগঠিত ছাত্র - জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ অদ্যাবধি মুক্তিযুদ্ধের মৌলিক অঙ্গীকার সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার বাংলাদেশ হিসেবে গড়ে ওঠেনি। এই প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ছাত্র - জনতা এই অভ্যুত্থানের মাধ্যমে দেশকে সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার দেশ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। বক্তারা অভ্যুত্থানের এই চেতনাকে আরো গভীর করতে রাস্ট্র ও নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করার উপর গুরুত্বারুপ করে বলেন তরুণ প্রজন্মের রাস্ট্র সংস্কার ও প্রকৃত গণতান্ত্রিক রাস্ট্র নির্মানের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক লড়াই সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।