হামলার অভিযোগে জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ নামধারী ১৯ জন ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বিএনপি নেতা একই উপজেলার চাখার ইউনিয়নের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি মোঃ মাইনুল ইসলাম। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে চাখার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বসে মাওলাদ হোসেন সানার হুকুমে মামলার অন্যান্য আসামিরা বাদীসহ বিএনপির অসংখ্য কর্মীদের রড, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ সাতজনের নামোল্লেকসহ আরো সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতের একটি নালিশি অভিযোগ করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর খান। অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক তদন্তের জন্য বানারীপাড়া থানার ওসিকে নিদের্শ দিয়েছেন। এ ছাড়া গত ২৫ আগস্ট বানারীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগের ৯৫ জন নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনিচ মৃধা।