জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূরে আলম বেপারীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যানকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ইউএনওর নির্দেশে ২৮ আগস্ট সকালে আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। এই খবর পেয়ে ইউপি সদস্য মুসা আলীর নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শতাধিক লোক এসে আমাকে পরিষদ থেকে বের হয়ে যেতে বলেন। আমি তাদের কথা মতো বের হওয়ার সময় মুসা আলী ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে গুরুত্বর জখম করে।
কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুসা আলী বলেন, চেয়ারম্যান নূরে আলমের দুর্নীতিতে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার বিভিন্ন অনিয়ম নিয়ে মেম্বাররা অনাস্থাও দিয়েছে। গত ৫ আগস্টের পর চেয়ারম্যান পরিষদে আসতেন না। তিনি না আসায় কীভাবে পরিষদ চালানো যায়, এনিয়ে ২৮ আগস্ট ওয়ার্ডের মেম্বারগণ বসে বৈঠক করছিলেন। এসময়ে চেয়ারম্যান এসে সকল মেম্বারকে পরিষদ ছেড়ে চলে যেতে বলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করেছে। হামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে বলা হয়েছে।