‘মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চা নাতি পুতিরা মেধাবী’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত উক্তিটি উদাহরণ হিসেবে ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ভাষাবিজ্ঞান কোর্সে প্রশ্ন এসেছে।
ওই উক্তিটি প্রশ্নপত্রে উল্লেখ করে ‘স্বরতরঙ্গের’ ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রশ্নে এমন উদাহরণ ব্যবহার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রটি প্রস্তুত করেছেন কোর্সের শিক্ষক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের কাছে আসা ওই প্রশ্নপত্রে বির্তকিত উক্তিটি উল্লেখ করে বাক্যিক ব্যবহারের ক্ষেত্রে স্বরতরঙ্গের সাধারণ, উঁচু ও নিচু তিনটি অবস্থান বর্ণনা করতে বলা হয়েছে। এর আগে ২৮ আগস্ট বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ভাষাবিজ্ঞান কোর্সের প্রথম মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে মন্তব্যটি ব্যবহার করা হয়।
প্রশ্নপত্রটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে প্রশ্নপত্রটি শেয়ার করে মোহাম্মদ ইমাম লিখেছেন, এই প্রশ্নে মুক্তিযোদ্ধার নাতি-পুতি যারা এক্সাম দিয়েছে তাদের অবস্থাটা একবার চিন্তা করেন। রেশমা ইসলাম আরশি ফেসবুকে লিখেছে, ভালো প্রশ্ন ২০২৪ সালে এসে এমন বাস্তবধর্মী উদাহরণেই প্রশ্ন হওয়া উচিত।
কোর্সের শিক্ষক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, স্বরতরঙ্গে সাধারণত বাক্যে কোনো শব্দের ওপরে জোর প্রয়োগ করতে এমন শব্দের ব্যবহার করা হয়ে থাকে। যেমন, এখানে রাজাকার শব্দটির ওপর জোর প্রয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচলিত ধারার বাইরে গিয়ে বাস্তবিক উদাহরণে বিষয়টি নিয়ে চিন্তা করবে, বাস্তব যেকোনো বিষয়কে স্বরতরঙ্গের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। সেই জায়গা থেকেই প্রশ্নপত্রে উক্তিটি উল্লেখ করা হয়েছে।