নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ড এলাকায় একটি বাড়ির মালিককে জোরপূর্বক তাড়িয়ে বিএনপি নেত্রী মারিয়া মুন্নী দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি আবাসিক হোটেল, চারটি ডায়াগনস্টিক সেন্টার, জেলার প্রতিটি উপজেলার বাসষ্ট্যান্ড, মাছঘাট, গবাদি পশুর খামার, কৃষি খামার দখল, লুটপাট ও চাঁদা নির্ধারিত করে দেওয়ার বিস্তার অভিযোগ পাওয়া গেছে স্ব-স্ব এলাকার কতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে।
গত ২৮ আগস্ট দুপুরে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্য এবিএম সালাউদ্দীন খান জানান, তাদের বাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার ঘটনায় ইতোমধ্যে বরিশাল সিটি করপোরেশন, কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, তাদের বাড়ি দখলকারী বিএনপি নেত্রী মারিয়া মুন্নী হলেন-নগরীতে সদ্য পুকুর ভরাট করে দখল করার ঘটনাকে কেন্দ্র করে পদ স্থগিত করা বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের ছোট ভাইয়ের স্ত্রী। এবিএম সালাউদ্দীন খান অভিযোগ করেন, দখলদাররা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তাদের হুমকির মুখে আমি আমার নিজ বাড়িতে যেতে পারছিনা। বর্তমানে আমি জীবনের চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিএনপি নেত্রী মারিয়া মুন্নি বলেন, আমি কারো সম্পত্তি জোরপূর্বক দখল করিনি। আমি ওই ভবনের নিচতলা অর্থাৎ এক শতক সম্পত্তি ক্রয় করেছি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারকে একমাস আগেও এলাকায় তেমন দেখা যেতো না। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দলবল নিয়ে এলাকায় ঢুকে তিনি হামলা, লুটপাট করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে। পাশাপাশি মাছঘাট, গবাদি পশুর খামার, কৃষি খামার দখল ও চাঁদা নির্ধারিত করে দেওয়ার বিস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাঝের চরের বাবুল মাতুব্বরের খামারে হামলা চালিয়ে ৫০০ মণ সয়াবিন, ৭০টি মহিষ, ৪০টি গরু, ১০টি ছাগল লুট করে নিয়েছেন গাফফার তালুকদার ও তার লোকজনে। এ ছাড়া মেঘনা নদীর তীরবর্তী ৫০টিরও অধিক মৎস্য অবতরণ ঘাট দখল করেছেন তিনি। পাশাপাশি আড়ত মালিকদের চাঁদা ধার্য করে দিয়েছেন। চাঁদা ধার্য করে দিয়েছেন বিভিন্ন বাজারের দোকান মালিক, ব্যবসায়ী ও আওয়ামীপন্থি গবাদি পশুর খামার মালিকদেরও। তার বেপরোয়া চাঁদাবাজি থেকে রক্ষা পেতে অনেকেই বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকের বাড়িতে গিয়ে চাঁদা না পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক গফফার তালুকদার বলেন, পূর্বে এগুলো আমারই ছিল। তার জোরপূর্বক আওয়ামী লীগের লোকজনে দখলে নিয়ে চালাতো। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তার দখল তিনি বুঝে নিয়েছেন।
দখলের এমন চিত্র কেবল তৃণমূলেই নয়; কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে নগরীতে সরকারি পুকুর ভরাট করে দখলের অভিযোগ রয়েছে। এ কারণে তার সব পদ স্থগিত করেছে বিএনপি। গত ১১ আগস্ট দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত নোটিশে তার পদ স্থগিত করা হয়। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্থাপনা, সংগঠনের কার্যালয়, বাস টার্মিনাল, বাজার, ডায়াগনস্টিক সেন্টার, আবাসিক হোটেল দখল করছেন কতিপয় সুবিধাবাদী বিএনপির নেতাকর্মীরা। দখল হওয়া অধিকাংশ স্থাপনা ও প্রতিষ্ঠান এতোদিন আওয়ামী লীগের অনুসারীরা নিয়ন্ত্রণ করতো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দখলদারিত্ব উচ্ছেদ করে বিএনপি দখলদারিত্ব চালাচ্ছে। এতে করে এলাকাভিত্তিক অস্থিরতা ও আধিপত্য বিস্তারের কোন্দল দিনে দিনে বৃদ্ধি পাঁচ্ছে। সূত্রমতে, বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর খেয়াঘাট দখল করে নিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন খান। ওই ঘাটের ইজারাদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার ভাই আরিফুল হক মাসুম জানান, গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরেরদিন বিএনপি নেতা সবুর হোসেন খান লোকজন নিয়ে এসে ঘাট দখল করে নিয়েছেন। ওই ঘাটটি আমি এক বছরের জন্য ৯৮ লাখ টাকায় ইজারা নিয়েছিলাম। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যে সেটি দখল করে নেওয়া হয়েছে। অপরদিকে এলাকায় থাকতে হলে ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদার। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ১৬ আগস্ট সন্ধ্যায় বার্থী বাসস্ট্যান্ডে বসে ছাত্র ও যুবদলের কতিপয় নেতাকর্মী প্রকাশ্যে রাসেদকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহত রাসেদের বড় ভাই রাসেল শিকদার। গৌরনদী বাস টার্মিনালে দায়িত্বরত একাধিক শ্রমিকরা জানান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী পরিচয় দিয়ে গত ৬ আগস্ট সকালে উপজেলার বাস টার্মিনাল ও বাজার দখল করে নিয়েছেন কতিপয় বিএনপির কর্মীরা। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন অভিযোগ করেন, তার প্রতিষ্ঠিত উপজেলার নতুন চর জাহাপুর এলাকার সাদধা ডেইরী ফার্মে হামলা চালিয়ে জোরপূর্বক গরু নিয়ে গেছে চিহ্নিত বিএনপি নেতারা। ফার্মের ম্যানেজার মোঃ সান্টু অভিযোগ করে বলেন, গত ৭ আগস্ট দুপুর একটার দিকে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক সিকদার ও সাবেক ইউপি সদস্য রিপন হাওলাদারের নেতৃত্বে তাদের প্রায় ৩০/৩৫ জন সহযোগিরা প্রকাশ্যে ফার্মে হামলা চালিয়ে জোরপূর্বক আটটি গরু নিয়ে যায়। এ সময় তাদের বাঁধা দেয়ায় তাকে (সান্টু) মারধর করে আহত করা হয়। হামলাকারীরা ফার্মের অন্যান্য গরু ও মাছের ঘেরের মাছসহ আওয়ামী লীগ নেতার ইটের ভাটার ইট বিক্রি না করার জন্য তাকে (সান্টু) শ্বাসিয়ে গেছেন।
বাকেরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড দখল করে নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাসির জমাদ্দার। তিনি প্রকাশ্যে জনসভা করে ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মী দেখামাত্র গণধোলাই দিয়ে তাকে খবর দিতে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কবর রচনা করবেন। এই ঘোষণার দুইদিন পর সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিনের বাড়িতে ভাঙচুর চালানো হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, গত ৫ আগস্টের পরে আমরা এলাকাছাড়া। উপজেলায় এমন কিছু নেই যা দখলে নেয়নি বিএনপির লোকজন। শুধু আওয়ামী লীগের কর্তৃত্বে থাকা স্থাপনা, সংগঠনই নয়, ব্যক্তিগত অনেক প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বিএনপির কতিপয় নেতা। এমনকি তারা এলাকায় এলাকায় চাঁদা নির্ধারণ করে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের গণধোলাই দেওয়ার ঘোষণার কথা স্বীকার করে নাসির উদ্দিন জমাদ্দার বলেন, কী করবো, বিগত ১৫ বছর ধরে ওদের অত্যাচারে আমরা শেষ। দখলের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কেউ কেউ হয়তো পরিচালনা করছে। বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর সংলগ্ন চন্দ্রবিন্দু এগ্রো ফার্ম, চন্দ্রবিন্দু মডার্ন পলিটেকনিক কলেজ ও চন্দ্রবিন্দু কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন, প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমদাদ হোসেন হাওলাদার ও বাবুগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা মনি অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ ব্যাপক লুটপাট করেছে। বরিশাল মহানগরীর গুরুত্বপূর্ণ রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ বাস টার্মিনাল দখল করে নিয়েছেন বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। এরমধ্যে রূপাতলী বাস টার্মিনালের তিন বছর মেয়াদী কমিটি বাদ দিয়ে নিজেই কমিটি গঠণ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান দোলন বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার একটি কমিটি গঠণ করেছেন। তার নির্দেশনা অনুসারেই রূপাতলী বাস টার্মিনাল পরিচালিত হচ্ছে। আমি বাস মালিক হলেও বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে টার্মিনালে আসতে পারিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টার্মিনালে এসেছি। তিনি আরও বলেন, নতুন কমিটি গঠনের কথা শুনেছি কিন্তু একদিনও বাস টার্মিনালে বাস থেকে চাঁদা তোলা বন্ধ হচ্ছেনা। নাতি কালাম নামে একজনের নেতৃত্বে প্রতিটি গাড়ি থেকে চাঁদা তোলা হচ্ছে। শ্রমিকরা জানিয়েছেন, রূপাতলী বাস মালিক সমিতির ১০১টি বাস থেকে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার চাঁদা তোলা হয়। রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আমাদের কমিটির বয়স হয়েছে মাত্র ছয় মাস। কমিটির মেয়াদ তিন বছর হলেও বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার নতুন একটি কমিটি করেছেন। গত ৫ আগস্ট বাস টার্মিনাল বিএনপির লোকজন দখল করে নিয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি। ব্যবসা পরিচালনার জন্য এর কাঠামোগত প্রক্রিয়া সবসময়ে সচল রাখতে হয়। কিন্তু আগের কমিটির লোকজন আওয়ামী লীগ সরকার পতনের পর কেউ আসছে না। মালিকরা অনেকভাবে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, তারা আসতে পারবেন না। এজন্য সাধারণ সভা করে আমাকে কনভেনর করেছে। তাই নতুনভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। অপরদিকে নথুল্লাবাদ বাস টার্মিনালেও বাস মালিক গ্রুপের কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির সভাপতি যুবলীগ নেতা ওয়াসিম দেওয়ান এবং কিশোর কুমার দে-কে সরিয়ে সেখানে নতুন দুইজন বিএনপি কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। খোঁজ নিয়ে জানা গেছে, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি আবাসিক হোটেল, চারটি ডায়াগনস্টিক সেন্টার দখল করে নিয়েছেন ওয়ার্ড বিএনপির কতিপয় নেতা।
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকচর গ্রামের মনিরুজ্জামান জুয়েল অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন থেকে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছি। গত ১১ আগস্ট দুপুরে পাশ্ববর্তী বকশির চর গ্রামের সেকান্দার হোসেনের ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক ও তার সহযোগিরা আমার বাড়িতে আসেন। তারা আমাকে মাদক বিক্রেতা দাবি করে টাকা দাবি করেন। তাদের প্রতিবাদ করায় যুবদল নেতা ও তার সহযোগিদের হামলায় আমার বাবা সুলতান হাওলাদার (৬৫) ঘটনাস্থলেই মারা গেছেন। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক বলেন, জুয়েল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক বিক্রি বন্ধ করতে যুবদল কর্মীরা তার বাড়িতে গিয়েছিলো। ওইসময় পরে গিয়ে সুলতান হাওলাদার স্টোক করে মারা গেছেন বলে শুনেছি। নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরসহ আশপাশ এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সমর্থক ও আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দারসহ তার সহযোগিদের বিরুদ্ধে। উপজেলার চুনারচর গ্রামের আমির চৌকিদার অভিযোগ করে বলেন, ইজারা নেওয়া স্টীমার ঘাট ও ড্রেজার জোরপূর্বক দখল করে নিয়ে উল্লিখিত বিএনপি নেতারা। তবে এসব অভিযোগ অস্বীকার করে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক পিপলু জমাদ্দার বলেন, আমাদের দলের মধ্যকার বিরোধী পক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।
সার্বিক বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, সরকার পরিবর্তন হলেও চরিত্রগত পরিবর্তন কিন্তু হয়নি। একপক্ষ চলে গেছে আরেক পক্ষ এসে সবকিছু দখল করছে। কেউ কাউকে জবর দস্তিমূলক পদত্যাগে বাধ্য করছেন। এভাবে চললে খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, এখন যে মামলাগুলো দেওয়া হচ্ছে, সেগুলোও কেন যেন আগের সঙ্গে মিলে যাচ্ছে। সঠিক আইনের প্রয়োগ, বিচার ব্যবস্থা স্বাধীন না করলে দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না। সঠিকভাবে আইনের প্রয়োগ না হওয়ায় বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর, লুটপাট, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হচ্ছেনা। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, বিএনপির নাম ভাঙিয়ে কেউ হামলা, ভাঙচুর, লুটপাট, দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এককথায় অভিযুক্তকে দল থেকে চিরদিনের জন্য বহিঃস্কারসহ আইনের হাতে সোর্পদ করা হবে।