রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর সভাপতি পদ থেকে সেচ্ছায় অব্যাহতি নিয়েছেন ওয়াহেদুল ইসলাম। শারীরীক সমস্যার কারণ দেখিয়ে তিনি গত ২২ আগষ্টে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর নিকট তিনি অব্যাহতি পত্র জমা দেন। সভাপতি পদ থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শলুয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদুল ইসলাম শারীরীক সমস্যার কারণ দেখিয়ে অব্যাহতি পত্র প্রদান করেছিলেন অব্যাহতি পত্র আমি গ্রহন করেছি। অব্যাহতির বিষয়ে জানতে চাইলে ওয়াহেদুল ইসলাম বলেন, আমি অনেক দিন থেকেই শলুয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে এবং আমি একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছি। সার্বিক পরিস্থিতির কারণে আমি সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করি।