আকস্মিক বন্যায় পানিবন্দি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন-সহ বিভিন্ন ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজ খবর নিতে বুধবার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট শাহজাহান। এ সময় তিনি বন্যার্ত মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার প্রদান করেন তিনি। এ সময় অ্যাডভোকেট শাহজাহান বলেন, বন্যা দুর্গত মানুষদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ছাত্রশিবির নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিন জামায়াত-শিবির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগীতা করবেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামি কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক মিজানুর রহমান, জেলা মজলিসে সূরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, সেক্রেটারি হারুনুর রশিদ, অফিস সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহআলম চিশতি, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উল্লাহ মুন্না, সেক্রেটারি আবদুর রাজ্জাক, শিবির নেতা এ কে আজাদ, শাখাওয়াত হোসেন প্রমুখ।