বন্যাদূর্গতদের মাঝে খাদ্যপণ্য, ওষুধ সহ প্রয়োজনীয় উপকরন নিয়ে ফেনী জেলায় পৌঁচেছে জাতীয়তাবাদী যুবদল নড়াইলের লোহাগড়া পৌর শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে লোহাগড়া পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম রবির নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা চারশ প্যাকেট উপহার নিয়ে ফেনীতে পৌঁছায়। এসময় সাথে ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, পৌর স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাবু শেখ, পৌর স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন শেখ, লেলিন খান, যুবদল নেতা রাফিল রিয়াজ, জীবন জিয়া, পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম ভিটো, সাধারন সম্পাদক জিএম মাহাবুবুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক মুকুল মোল্যা, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহিম প্রমুখ।
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম রবি জানান, মোট চারশত বন্যাদুর্গত পরিবারের জন্য উপহার স্বপরুপ চারশত প্যাকেটে চাউল,ডাল, সয়াবিন তেল, চিড়া,মুড়ি, বিশুদ্ধ খাবার পানি,স্যালাইন, নাপা ট্যাবলেট, মোমবাতি,গ্যাস লাইট, টোস বিস্কুট এর ব্যবস্থা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের আগামী স্বপ্ন বাস্তবায়নে আমরা মানুষের সেবায় কাজ করছি। যুবদল নেতৃবৃন্দ ফেনী জেলার ১৩নং ফরহাদ নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলালা গ্রামে নিত্যপণ্য বিতরন করেন। বিতরন কাজে সহযোগিতা করেন ওই এলাকার সমাজসেবক মোঃ রেদোয়ান।