ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে শিলাসী মাওঃ আবদুর রশিদ (রঃ) মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। তানভীর আহমদ খলিলের সঞ্চালনায় ও ওয়ার্ড জামায়াতের সভাপতি প্রভাষক শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ঈসমাইল হোসেন সোহেল।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের সভাপতি মাওঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোজাম্মেল হক শামীম, ৮ নং ওয়ার্ড সভাপতি প্রভাষক গোলাম রব্বানী, ৫ নং ওয়ার্ড সভাপতি এখলাছুর রহমান ও রৌহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও সংগ্রাম প্রতিনিধি মোফাজ্জল আনসারী প্রমূখ। ওই সাধারণ সভায় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ দেশ গঠনে সার্বিক আলোচনা করা হয়।