ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে দুর্যোগ ব্যাবস্থাপনার উপর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রাকটিক্যাল একশন” নামক এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এ দুর্যোগ ব্যাবস্থাপনা সভার সভাপতিত্ব করেন ৩নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খান। সভাটি সঞ্চালনা ও সার্বিক ব্যাবস্থাপনা করেন “প্রাকটিক্যাল একশন” এনজিও’র ফিল্ড ফ্যাসিলেটর মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও ইউপি সদস্য ফজলুর রহমান খান প্রমূখ। বক্তারা দুর্যোগ পূর্ব প্রস্তুতী ও দুর্যোগ প্রশমিত করার বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। এছাড়া দুর্যোগ চলাকালিন পরিবারিক ও সামাজিক জীবনের নিরাপত্তা সহ স্বাস্থ্য সুরক্ষার উপর সভায় বিশদ আলোচনা হয়। একই সাথে উক্ত এনজিও প্রতিষ্ঠানের ওয়েবসিটে ১১টি দুর্যোগ এ্যাপস অনুসরন করে দুর্যোগের আগাম প্রস্তুতী নেওয়ার কলা-কৌশল সম্পর্কে উপস্থিত সকলকে সম্যাক ধারনা দেওয়া হয়। উক্ত এনজিও প্রতিষ্ঠানটি উপজেলায় দুর্যাগ সম্পর্কিত প্রতি মাসে সভা অব্যাহত রাখবেন বলেও জানা যায়।